চিরদিন থাকবে এই স্বাধীনতা
-মারুফ হাসান-
৭১ তুমি বাঙ্গালীর হৃদয়ে চির স্মরণীয় দিন
তোমাকে ভুলবেনা বাঙালিরা কোন দিন,
যতদিন বাঙালিরা বেঁচে থাকবে
ততদিন একাত্তর স্মরণে রাখিবে।
ভুলেনি বাঙালি রেসকোর্স ময়দান
সেই জ্বালাময়ী ভাষণ এর আহবান,
লাখো-কোটি তরুণের হৃদয়ে বেজে উঠে
পরাধীনতার সেই গান।
রাতের আঁধারে এসেছিল যারা
কাপুরুষের মত ফিরে গেল তারা,
বাঙালি বীরের কাছে পরাজয় স্বীকার
জেনে গেল তারা বাংলাদেশটা কার।
যারা দিয়ে গেল এ স্বাধীনতা
চিরদিন থাকবে তোমরা বাঙালির হৃদয়ে গাঁথা,
ভুলবে না জাতি তোমাদের আত্মত্যাগের কথা
চিরদিন থাকবে এই স্বাধীনতা।
0 মন্তব্যসমূহ