কষ্ট
-মারুফ হাসান-
কেন জানি মনে হয় হারিয়ে গেছি,
হয়তো বা এখনো আমি কাছাকাছি।
জানি না কেউ খুঁজবে নাকি,
হয়তো বা সবাই দিয়ে গেছে ফাঁকি।
জীবনটা আমার এভাবেই চলবে একা,
আসবে সুখের দিন, হৃদয় হবে ফাঁকা।
মিথ্যের পৃথিবীতে পেয়েছিলাম তোর দেখা,
সেই তোর জন্য চোখ আজ অশ্রু মাখা।
কেন এলে জীবনে এই অঝোর শ্রাবণে,
এখনো ভুলিনি দেখা হয় স্বপ্নে।
ভেঙ্গে ফেলেছিস আমার এ হৃদয়,
তাই তোর কথা বারবার মনে হয়।
0 মন্তব্যসমূহ