৩১ শে জানুয়ারি রোজ সোমবার বেলা তিনটার সময় নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে নতুন পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় । অনুষ্ঠানটিতে সকলের জন্য দোয়া করে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ ।
উক্ত অনুষ্ঠানটি সামাজিক দূরত্ব বজায় রেখে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লার সভাপতিত্বে দুলালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লার বাবা নবিউল মোল্লা, বড় ভাই হারুন মোল্লা, ইউনিয়ন পরিষদের সচিব, নবনির্বাচিত চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দরা ।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বক্তব্যে বলেন, জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে আমি যেন জনগণের ভালোবাসা রক্ষা করতে পারি এবং তিনি আরো বলেন, এটা জনতার জয়, জনতা ভালোবাসার জয় ।
0 মন্তব্যসমূহ